অনলাইন ডেস্ক ঃঃ
ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর ধসে পড়ায় ৯ জন শ্রমিক নিহত হয়েছে। উদ্ধারকারী সংস্থার একজন কর্মকর্তা ১০ ডিসেম্বর শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আনুমানিক ১২ জন লোক চাপা পড়েছিল বলে জানা গেছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অকটাভিয়ানতো বলেছেন, খনিটি মিথেন থেকে সৃষ্ট বিস্ফোরণের কারণে ধসে পড়েছে। এ ঘটনায় ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজন বেঁচে গেছে বলে জানান তিনি।
খনিটি বৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল বলে জানা গেছে। তবে খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশজুড়ে খনির দুর্ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত স্থানে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই কাজ করার ফলে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা গিয়েছিল। এ ছাড়াও এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ১২ জন খনি শ্রমিক ভূমিধসে নিহত হয়েছিল।
[caption id="attachment_2419" align="aligncenter" width="300"] ইন্দোনেশিয়ায় কয়লা খনি বিস্ফোরণের পর উদ্ধার কাজ চলাকালীন বেঁচে থাকা খনি শ্রমিকরা তাকিয়ে আছে। (ছবি : সলথান আজজাম/এএফপি)[/caption]
সূত্র : এএফপি
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট