প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)’র আয়োজনে কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের মান্নোয়নের লক্ষ্যে " মোবাইল সাংবাদিকতা"র উপর দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে গতকাল।
পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে পিআইবির মহাপরিচালক কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ (সভা প্রধানের) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক ও শিশু সাহিত্যিক মোস্তফা হোসেইন। তিনি, বর্তমান প্রেক্ষাপটে মোবাইল সাংবাদিকতা গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা এবং মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে অডিও, ভিডিও এবং ভিজুয়্যাল এর উপর গুরুত্ব আরোপ করেন।
[caption id="attachment_2271" align="aligncenter" width="300"] পিআইবি’র প্রশিক্ষণ পেলেন এএনবি২৪ডটনেট এর, ভারপ্রাপ্ত সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম জাবির[/caption]
অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক ডিভাইস ব্যবহার করে কিভাবে পেশাগত মান্নোয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন। তিনি মোবাইলে ফুটেজ নেওয়া ,অডিও ধারণ ও সেগুলোর ব্যবহারের কৌশল সম্পর্কে বেশি বেশি জানার ও আগ্রহ নিয়ে কাজ করার উৎসাহ প্রদান করেন।
পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত এর সমন্বয়ে প্রশিক্ষণে দৈনিক আমার সংবাদ বুড়িচং উপজেলা প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির সহ কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এএনবি২৪ডটনেট/জাহাঙ্গীর আলম জাবির
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।