নাটোরের নলডাঙ্গার বীরকুৎসা,মাধনগর,ব্রহ্মপুর,নলডাঙ্গা রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণা ও সইডেন প্রবাসী ওমর ফারুকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার মাধনগর বাজার বনিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকরাম হোসেন ডলালের সভাপত্তিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ)এর দপ্তর সম্পাদক ও অনুপ্রেরণা ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলে রাব্বী,সাধারন সম্পাদক মোঃ রাজা হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন আহস্মেদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রনি ইসলাম,মুসফিক আহম্মেদ,সাব্বির জোয়াদ্দার,সজিব হোসেনসহ প্রমূখ।
এর আগে পার্শ্ববর্তী বীরকুৎসা,মাধনগর,ব্রহ্মপুর,নলডাঙ্গা রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
https://youtu.be/5Ys2Pz5qKrc
এএনবি২৪ডটনেট/ফ,রাব্বী,।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট