
হঠাৎ চলে গেলে
(তরুণ সংবাদ কর্মী নাজমুল সবুজ স্মরনে)
গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
নাজমুল সবুজ হঠাৎ তুমি চলে গেলে –
মেনে নিতে পারছি না।
স্মৃতিগুলোর উত্তর দিতে পারছি না
শুধু এড়িয়ে চলছি।
আমি সব সময় স্মৃতির মাঝে বেঁচে থাকতে চাই
তোমার আদব-কায়দার প্রতিচ্ছবি
ভাবলেই ভেসে ওঠে হাসি- খুশি মুখখানি।
সহকর্মীর বিয়োগ ব্যথা নিয়ে
অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি।
কখন কার ডাক এসে যায়
কখন চলে যেতে হয় জানি না।
তবু, প্রত্যাশা রাব্বুল আলামিনের দরবারে
অকালে মৃত্যু দিও না কারো,
প্রকৃত মুসলমান না বানিয়ে
মৃত্যু দিও না কভু।
সহযোদ্ধা নাজমুলকে প্রভু-স্থান দিও রহমতের অবধারিত ছায়ায় তোমার।