মালদ্বীপের রাজধানী কার্নিভালের মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের কে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট খেলা আবেদন করতে পারবে সকল দেশের অভিবাসীরা যারা খেলতে আগ্রহী তাদেরকে আবেদন করার জন্য বলা হয়েছে।ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।
গত ২৫ নভেম্বর ওরিধু মালদ্বীপ একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।মিশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স মালদ্বীপ(এমএমওএম)এবং ওরিধু মালদ্বীপ যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে অভিবাসী কর্মী ক্রিকেট কার্নিভালের জন্য আবেদনগুলি উন্মুক্ত। মালদ্বীপ সহ সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ডটনেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।
ওরিধু মালদ্বীপ জানিয়েছে যে ক্রিকেট কার্নিভাল।আগামী শুক্রবার ২ ডিসেম্বর এই খেলা অনুষ্ঠিত হবে।আগ্রহী দলগুলি(এমএমওএম)এর এই নম্বরের যোগাযোগ করে আবেদন করতে পারবেন,738-4994/৭৩৮৪৯৯৪।আরও পড়ুনঃ মালদ্বীপের বাসাবাড়ির ছাদে নেই ভিনদেশি পতাকা।
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।এই খেলায় মালদ্বীপের ক্রিকেট বোর্ড প্রধানত এই অনুষ্ঠানের প্রধান দায়িত্বে থাকবে।
অভিবাসী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য মিশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স মালদ্বীপ প্রতিবছর এই খেলার আয়োজন করে। ওরিধু জানিয়েছে এই বছরও ক্রিকেট কার্নিভালের খেলার সময় অভিবাসী কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য স্ক্রীনিং প্রদান করা হবে। ইভেন্ট চলাকালীন অভিবাসী কর্মীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তাও দেওয়া হবে।
এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট