মালদ্বীপ সরকার ২০২৩ সালের শুরুতে ১২ শতাংশ থেকে T-GST (পর্যটন পণ্য ও পরিষেবা কর) ১৬ শতাংশে বাড়ানোর ঘোষণা করেছে।
ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।
মালদ্বীপের পর্যটন শিল্প সমিতিগুলি সম্মিলিতভাবে, মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি (MATI), মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটরস (MATATO) এবং মালদ্বীপের ন্যাশনাল হোটেল অ্যান্ড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (NHGAM) সহ সমস্ত শিল্প সংস্থা গুলো।গত ২৪ নভেম্বর ট্যাক্স বৃদ্ধি নিয়ে একটি বিবৃতি দিয়েছে।
মালদ্বীপ সহ সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।
স্থানীয় গণমাধ্যম বলা হয়েছে গত ১৬ নভেম্বর মালদ্বীপে পণ্য ও সেবার মূল্যের উপর কর বাড়ানোর বিল পাস করেছে সংসদ।আগামী জানুয়ারী থেকে মালদ্বীপে পণ্য ও পরিষেবা কর জিএসটি ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ এবং পর্যটন কর ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশের বিল পাস করেছে সংসদ।
আরও পড়ুনঃ আগের সময়ে মালে-ঢাকায় সপ্তাহে ৬ দিন মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে।
মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেল এজেন্ট অ্যান্ড ট্যুর অপারেটর (মাটাটো) সম্প্রতি পাস হওয়া আইনী সংশোধনী, পণ্য ও পরিসেবা কর (জিএসটি) এবং পর্যটন পণ্য ও পরিষেবা কর (টিজিএসটি) বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মাটাটো -এর মতে, এই আইন পরিবর্তন হলে ২০২৩ সালের জানুয়ারির পর পর্যটন খাতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে৷
মালদ্বীপ জাতীয় আয়ের মোট ৭৪ শতাংশ আসে পর্যটন খাত থেকে । এবং জিএসটি এবং টি-জিএসটি বৃদ্ধির ফলে। পর্যটন খাতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে৷
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।