১২ নভেম্বর মালদ্বীপ পুলিশ সার্ভিস এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এম এন ডিএফ ) এর যৌথ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে মালদ্বীপের বিভিন্ন শহর থেকে।
পুলিশের বরাদ্দ দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে , অভিযানে এখন পর্যন্ত মালদ্বীপের উত্তরের শহর আড্ডু থেকে নয়জন, রাজধানী মালে' থেকে দুজন এবং কেগুরাইধু থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় মালদ্বীভিয়ান বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া রাজধানী মালে ও আড্ডু এলাকায় পানিতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এই অভিযানের বিষয়ে পুলিশ আর কোনো তথ্য প্রকাশ করেনি। আরও পড়ুনঃ মালদ্বীপে অগুনে নিহত ২ বাংলাদেশি সহ ৯ জনের পরিচয় পাওয়া গেছে
উল্লেখ , মালদ্বীপের রাজধানী মালে ও আড্ডু শহরে বোমার মারার হুমকি দেওয়ার পর মালদ্বীপের পুলিশ এবং (এম এন ডিএফ) যৌথ অভিযান শুরু করেছে।
মালদ্বীপ এর সকল সংবাদ জানতে এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[caption id="attachment_1891" align="alignnone" width="259"]
ছবিসংগৃহীত[/caption]
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।