ইউক্রেনের খেরসনে উত্তর-পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। এতে একটি পাঁচতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ এ তথ্য নিশ্চিত করেন। খবর এফএমটি নিউজের। প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানান, শুক্রবার ভোরে হামলাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়া দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান, রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন। ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সব অপরাধের জবাবদিহি করতে হবে।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতিই শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা। এদিকে খেরসন থেকে সব রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট