মালদ্বীপের রাজধানী মালে'র মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এই রিপোর্ট লেখা হয়েছে মালদ্বীপ সময় সকাল ৯ টা পযন্ত।
আনুমানিক রাতের ১২ টা দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের জাতীয়তা সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও নিশ্চিত করতে পারেননি।
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অনেকেই। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা বাড়তে পারে।
আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক সহ আছে তবে এখনো কোন দেশের কতজন সেই খবর পাওয়া যায়নি।
যানা যে ভবনে আগুন লেগেছে সেই ভবনে বাংলাদেশি নাগরিক ও ভারতীয় নাগরিকদের বসবাস বেশি ছিলো।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট