টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন আইরিশরা। গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে কুর্তিস ক্যাম্পফের হ্যাটট্রিক করেছিলেন।
শুক্রবার বিশ্বকাপের সুপার টুয়েলেভের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর তিনটি বলে তিনটি উইকেট নেন জোশ লিটল।
শুক্রবার অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯তম ওভারে লিটল হ্যাটট্রিক করেন। দ্বিতীয় বলে আউট করেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তৃতীয় বলে লিটলের শিকারের তালিকায় যুক্ত হয় জেমস নিশামের নাম। তারপর মিচেল স্যান্টনারকে এলবিডব্লুউ করেন লিটল। সব মিলিয়ে ১৯তম ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেন আইরিশ বোলার।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।