, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪৮) নামে এক লম্পট শ্বশুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত লিটন পৌরসভাধিন রামচন্দ্রপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, 'শুক্রবার রাতে ওই গৃহবধূর শ্বাশুড়ী বেড়াতে যায়। এই সুযোগে শ্বশুর লিটন মিয়া রাতে তার পুত্রবধূকে জোরপূর্বক দুইবার ধর্ষণ করে। পরদিন সকালে গৃহবধূ থানায় এসে শ্বশুর লিটন মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে'।
তিনি আরও বলেন, 'আটকের পর শ্বশুর লিটন মিয়া পুত্রবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে। মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে'।
এ ব্যাপারে ভুক্তভোগি ওই গৃহবধূ বাদী হয়ে শশুর লিটন মিয়াকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়ীতে থাকেন। শুক্রবার তার শ্বাশুড়ী বেড়াতে যায়। রাত আনুমানিক ১টায় শ্বশুর তাকে প্রথমে জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে তিনি আবারো তার ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয়বার ধর্ষণ করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট