সাব - ইন্সপেক্টরগণের বেতন গ্রেড ও ফিডার পদ । কুকাস এর বর্তমান পরিষদ । চাঁদা ।পূর্ববর্তী পরিষদের আর্থিক বিবরণী সংক্রান্ত। এই বিষয় গুলো নিয়ে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী
গত সোমবার ১৭ই অক্টোবর কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট নির্বাহী কর্মচারী সমিতি " কুকাস " এর কুমিল্লা বিভাগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট নির্বাহী কর্মচারী সমিতি " কুকাস এর সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান দুলালের সভাপতিত্বে, কুকাস এর সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফরহাদ হাছানের সঞ্চালনায়,
সভায় উপস্থিত ছিলেন এস আই সেলিম মিয়া , ইফতেখার ইসলাম , আশিস সরকার , মোহাম্মদ তফাজ্জল হোসেন , বিমল চন্দ্র দাস , মিঠুন চন্দ্র সরকার , মো : রেজাউল করিম , মোঃ ইকবাল হোসেন , মো : রবিউল আলম , রুবেল আলম ।
সভায় উপস্থিত সকলের আলোচ্য সূচির আলোকে নিম্নলিখিত আলোচনা ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কুমিল্লা সহ দেশ-বিদেশের সর্বশেষ খবর সবার আগে পেতে, এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
উল্লেখ, প্রশাসনিক বিভাগ, চট্টগ্রাম এর অধিক্ষেত্রাধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়ীয়া এই ৬টি প্রশাসনিক জেলার ভৌগলিক এলাকা নিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা গঠিত হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।