নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় একটি Brown fish owl বা খয়রা মেছো পেঁচা উদ্ধার হয়েছে।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে অসুস্থ অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।
পেঁচাটিকে উদ্ধার করে,উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা ডাঃ মোঃ আহসান হাবিব,উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন। সংগঠনের সদস্য কামাল হোসেন, বিল্পব,কুমার,শুভ,রাজ,হৃদয়,আলামিন,শাওন,নাহিদসহ অন্যান্যরা।
বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান,পেঁচাটিকে নীবির পরিচর্যায় রাখা হয়েছে। সুস্থ হলেই প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
এএনবি২৪ ডট নেট /ফজলে রাব্বী
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque