
বাংলাদেশি মালিকানাধীন মালদ্বীপের এমআই কলেজ সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডে ছয়টি পুরস্কার পেয়েছে
যা দক্ষিণ এশীয় অঞ্চলের ব্যবসার জন্য সবচেয়ে বড় পুরস্কারগুলির মধ্যে একটি।
গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে এমআই কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি আহমেদ মোক্তাকির নেতৃত্বে এমআই কলেজের প্রতিনিধিদলের হাতে এই পুরস্কার হস্তান্তর করেন।
মোক্তাকি বলেন, যে এই বছরের পুরষ্কারগুলি হল সেরা ইমেজিং এডুকেশন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড, সেরা একাডেমিক এবং ইন্ডাস্ট্রি ইন্টারফেস অ্যাওয়ার্ড সহ শিক্ষা প্রতিষ্ঠান, ই-লার্নিং অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠত্ব, সিএসআর অনুশীলনের সেরা ব্যবহার, কাজের জন্য সেরা স্থান পুরস্কার এবং ঋণের জন্য আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড।
বিগত বছরে কলেজের কাজকে শক্তিশালী ও সম্প্রসারণের জন্য কলেজটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, পুরস্কারগুলো কাজের ফল।
আরোও পড়ুনঃএমআই কলেজ বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে দেখা করেছে।
এমআই কলেজ এমন একটি কলেজ যা দেশ ও সমাজের উপকার করে এমন বিষয়গুলির উপর জোর দেয় এবং CSR কর্মসূচির অধীনে অনেক সামাজিক কর্মকাণ্ড করেছে। কলেজের ব্যবস্থাপনা বিভাগ এই ধরনের মর্যাদাপূর্ণ পুরষ্কার জেতার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
আরও পড়ুনঃ মালদ্বীপের এমআই কলেজের প্রশিক্ষণ কর্মসূচি।
কলেজটি আগামী বছর আরও পুরষ্কার জিতবে বলে আশা প্রকাশ করেন আহমেদ মোক্তাকি । এমন কৃতিত্বের কারণে কলেজটি শিক্ষার্থীদের প্রথম পছন্দের কলেজে পরিণত হবে বলে আশা করছে।
এমআই কলেজ গত বছর দুটি সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। সেগুলো হল এক্সিলেন্স ইন ই-লার্নিং অ্যাওয়ার্ড এবং সেরা উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার।
এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
আরোও পড়ুনঃঃ কুমিল্লার নামে বিভাগ চাই, অন্য নামে দরকার নাই,দাবিতে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার এখন মালদ্বীপে