কুমিল্লা নামেই বিভাগ চাই, অন্য নামে দরকার নাই।
বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার চার দিনের সফরে এখন মালদ্বীপে।
[caption id="attachment_896" align="alignnone" width="300"] বৃহত্তর কুমিল্লা প্রবাসী সংগঠনের আহ্বায়ক মো: দুলাল হোসেন নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মালদ্বীপের ভেলেনা এয়ারপোটে সাংসদকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।[/caption]
তাকে স্বাগতম জানাতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা প্রবাসী সংগঠনের আহ্বায়ক মো: দুলাল হোসেন নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মালদ্বীপের ভেলেনা এয়ারপোটে সাংসদকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
[caption id="attachment_901" align="alignnone" width="300"] বৃহত্তর কুমিল্লা প্রবাসী সংগঠনের নেতা-কর্মী[/caption]
আগামী শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে ক্রিকেট স্টোডিয়ামে বৃহত্তর কুমিল্লাবাসীর পক্ষ থেকে সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে।
[caption id="attachment_898" align="alignnone" width="300"] শিল্পী বিন্দু দের ফুল দিচ্ছেন[/caption]
এই উপলক্ষে মালদ্বীপস্থ সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য উম্মুক্ত সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়াছে। সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীবিন্দু।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট