প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২২, ৭:৫১ পি.এম
রামগড়ে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড

(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)সকাল ১১টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বীর ১১০ জন মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন,রামগড় থানার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা সমর কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। আরো উপস্থিত ছিলো, উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ।অনুষ্ঠানে জীবিত ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ৬৬ জন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,অনেক দেরিতে হলেও সরকার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে তুলে দিতে পেরেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।
এএনবি২৪ ডট নেট, /মোঃমাসুদ রানা,রামগড়
এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট