চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ অবৈধ দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। অভিযানে মোট ১৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমানে জরিমানা করার পাশাপাশি ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে সকলকে সতর্ক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশ ও মিয়াবাজার হাইওয়ে পুলিশের দু’টি পৃথক টিম।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জন দূর্ভোগ লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে’।
এএনবি২৪ ডট নেট /মুুহা. ফখরুদ্দীন ইমন,
এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।