রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) কর্তৃক জোন এলাকায় ভারতীয় মদ আটক।
২৩ সেপ্টেম্বর২০২২ শুক্রবার ০২.৪০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপির একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত বাগানবাজার বিওপির ফেনী নদীর কুল, সুজা মিয়ার চর নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার বাজার মূল্য ৩৯,০০০টাকা।
আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করা পর, পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক মোঃহাফিজুর রহমান জানান,জোন আওতাধীন সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।