দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। এরপর তার দোকান লুট করা হয়।
নিহত মাসুদুর রহমানের (৫৫) বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।
গত মঙ্গলবার মধ্যরাতে দেশটির ইস্টার্নকেপ প্রদেশের মাটাটিয়াল শহরের কাছে একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, রাত ৩টার দিকে ওই গ্রামে প্রবাসী মাসুদুর রহমানের দোকানের টিনের চাল কেটে কয়েকজন ডাকাত ঢুকে পড়ে। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন।
ডাকাত দল তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দোকানে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়।
সকালে ক্রেতারা দোকানে এসে মাসুদুর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়।
এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।