আজ (১৯সেপ্টেম্বর) দেশের আট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। ভারতীয় আবহাওয়া অফিস জানায়, এটি ঘূর্ণিঝড়ে রুপ নিলে ওড়িশ্যা মুখি হবে। এমন সম্ভাবনা ৯০%।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সারাদেশে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সে সাথে কোথাও কোথাও ভারী বর্ষনেরও সম্ভাবনা রয়েছে।
সোমবার ঢাকায় সূর্যাস্ত : ৫টা৫৮মিনিটে। মঙ্গলবার(২০সেপ্টেম্বর) ঢাকায় সূর্য উদয় সকাল ৫টা ৪৭মিনিটে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট