মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশন এর একটি প্রতিনিধিদল
গতকাল ১৫ সেপ্টেম্বর মালদ্বীপের মাফুসী কারাগার ভিজিট করেন।
এসময় উক্ত কারাগারে আটককৃত ৭০জন বাংলাদেশী বন্দির সাথে সাক্ষাত করেন ও তাদের বিভিন্ন অসুবিধা ও সুযোগ সুবিধার (চিকিৎসা, খাবার, পোষাক, কারা পরিবেশ ইত্যাদি) বিষয়ে আলোচনা হয়।
পরবর্তীতে কারাগার কর্তৃপক্ষের সাথে উত্থাপিত বিষয় সমূহ নিয়ে আলোচনা হয়। এছাড়াও বন্দিদের প্রাপ্য বিভিন্ন সুবিধা যথাযথভাবে প্রদানের জন্য তাদের অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎকারে সময় হাইকমিশন এর প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট/ রাব্বি /ঢাকা
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।