মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় মাষ্টার পাড়া এলাকায় একটি মেয়েকে ইভটিজিং করার সময় মোহাম্মদ আমির হোসেন নামে এক যুবককে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়েছে এলাকাবাসী। মোহাম্মদ আমির হোসেন,চট্রগ্রাম জেলার ফটিক ছড়ি উপজেলার ভূজপুর থানা ও বাগান বাজার ইউপি"র অধিন্থ রসুলপুর এলাকার অফিস টিলার মোহাম্মদ রেজু মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান,মেয়েটি কলেজ থেকে বাড়িতে যাওয়ার সময় ছেলেটি তার পিছনে পিছনে নানান বাজে কথা বলতেছে বলে মেয়েটি জানিয়েছেন ;এক পযায়ে কেন্দ্রীয় কবর স্থানের সামনে আসলে বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে, ছেলেটি কে আটক করলে,আটকের পর ছেলেটি বারাবারি করলে এলাকায় অনেক লোক জড়ো হয়ে গনধোলাই দেয় এলাকাবাসী।
এ বিষয়ে রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ফারুক বলেন ঘটনাটি সত্য,যুবককে এলাকাবাসী গনধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসার পর যুবকটি আমার পায়ে ধরে তার তার অপরাধ শিকার করলে আমি তাকে শর্ত সাপেক্ষে প্রথমবারের মত ক্ষমা করে দিয়ে এলাকাবাসী থেকে মুক্ত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।