প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকদের শুধু রাজধানীতে থাকার প্রবণতা বাদ দিয়ে উপজেলায় থেকে মানুষকে সেবা দিতে হবে।
তিনি বলেন, মুখের ভালো ব্যবহারে রোগীরা আশ্বস্ত হন, অসুখ ভালো হয়ে যায়। চিকিৎসকদের গ্রামে যেতে হবে, মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, গত ১৩ বছরে ২০ হাজার চিকিৎসক ও ১৮ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা পর্যায়েও হাসপাতালের শয্যা সংখ্যা ও সুবিধা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকদের জেলা পর্যায়ে থেকেই মানুষকে সেবা দিতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।
তিনি জানান, অনলাইনে সেবা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সব দেশে নিত্য পণ্যের দাম বেড়েছে৷ তাই বাংলাদেশের মানুষকে মিতব্যয়ী হতে হবে।
আরও পড়ুন: জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়
করোনার ও যুদ্ধের ফলে সামনে আবারো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও অশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট