Home আন্তর্জাতিক তরুণীকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার ১।

তরুণীকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার ১।

নিউজ ডেস্ক ঃঃ

 

মালদ্বীপে ১২ এবং ১৪ বছর বয়সী দুই তরুণীকে  যৌন নির্যাতনের বিষয়টি পুলিশকে জানানো হলে,যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 

গত ১৬ নভেম্বর  রাতে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

 

 

সন্দেহভাজন ব্যক্তি ৪৯ বছর বয়সী স্থানীয় মালদ্বীভিয়া পুরুষ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। মামলাটি পুলিশের অধিকতর তদন্তাধীন রয়েছে।

দেশটি পুলিশ জানিয়েছে যাদের কাছে শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত তথ্য রয়েছে।  মালদ্বীপ পুলিশ সার্ভিসের, পরিবার ও শিশু সুরক্ষা বিভাগকে (3000600) ৩০০০৬০০ নম্বরে বা পরিবার ও সমাজসেবা মন্ত্রণালয়ের হেল্পলাইন (1412) ১৪১২, নম্বরে কল করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ছবি,সংগৃহীত।

স্থানীয় গণমাধ্যম।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি