Home প্রবাস মালদ্বীপের তিলাফুসি আইল্যান্ডে অবস্থিত,ভিলা গ্যাস কোম্পানি পরিদর্শন করেন হাইকমিশনের প্রথম সচিব মো: সোহেল পারভেজ।

মালদ্বীপের তিলাফুসি আইল্যান্ডে অবস্থিত,ভিলা গ্যাস কোম্পানি পরিদর্শন করেন হাইকমিশনের প্রথম সচিব মো: সোহেল পারভেজ।

মালদ্বীপের তিলাফুসি আইল্যান্ডে অবস্থিত ওয়ামকো, ভিলা গ্যাস কোম্পানি এবং একটি বোট ইয়ার্ড  পরিদর্শন করেন হাইকমিশনের প্রথম সচিব মো: সোহেল পারভেজ।

পরিদর্শনকালে উক্ত কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে আলোচনা করা হয়। বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

 

এছাড়াও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্যপদ গ্রহন ও  কর্মক্ষেত্রে নিরাপত্তা/সেফটি নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয়। কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাগনের সাথে বাংলাদেশী কর্মীদের বেতন বৃদ্ধি ও অভিজ্ঞতা সনদ প্রদানের জন্য বিষয়ে আলোচনা হয়।

 

অতঃপর প্রবাসী কর্মীদের আবাসস্থল পরিদর্শন করা হয় ও বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেয়া হয়। সবশেষে উক্ত আইল্যান্ড এর এফ এন্ড ক্লিনিক পরিদর্শন করা হয় ও বাংলাদেশী কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজ নেয়া হয়।

 

এই সময়ে হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি