৫১ সেনাসদস্য মালদ্বীপ থেকে সরিয়েছে ভারত

মালদ্বীপে ভারতের মোতায়েন করা অর্ধেকের বেশি সেনা সরিয়ে নেওয়া হয়েছে। মালদ্বীপের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে অর্ধেক সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে তার আগেই অর্ধেকের বেশি সেনা মালদ্বীপ ছেড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্র্তৃপক্ষ।

গত বছর ভারতবিরোধী প্রচার করে মোহামেদ মুইজ্জু দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অভূতপূর্ব জয় পান। ক্ষমতায় আসার পর মুইজ্জু মালদ্বীপে অবস্থান করা ৮৯ ভারতীয় সেনাকে সরিয়ে নেওয়ার জন্য নয়াদিল্লিকে বার্তা দেন। গত সোমবার ৫১ জন ভারতীয় সেনা মালদ্বীপ ছেড়েছেন। দেশটিতে থাকা সব ভারতীয় সেনা ১০ মের মধ্যে চলে যাবেন।

গত মাসেই মালদ্বীপে মুইজ্জুর দল সংসদ নির্বাচনে ভালো ফল করেছে।