৫০ জন অবৈধ অভিবাসীকে মালদ্বীপ ইমিগ্রেশনে হস্তান্তর।

মালদ্বীপের রাজধানী মালে শহর। ছবি: সংগৃহীত

মালদ্বীপ ইমিগ্রেশন এবং মালদ্বীপ পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে। 

 শনিবার  (২৯ জুন)  ৫০ জন অবৈধ  অভিবাসীকে মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে  জানিয়েছে অভিযানটি স্থানীয় বাজার সহ রাজধানী  মালে’র বিভিন্ন এলাকায় বাজার গুলোতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে, পুলিশ উল্লেখ করেছে, তাদের সবাইকে এখন ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

 পুলিশের মতে, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন নিজেই পরিচালনা করেছিলো পরে পুলিশ সহযোগিতা করেছে ।