স্বেচ্ছাচারিতা
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
আটকে গেছে আমার স্বপ্ন ও সুখ
তোমাদের স্বেচ্ছাচারিতার শিকলে।
তাইতো আমার স্বপ্ন দেখা মানা
সুখের সাথে কথা বলতে মানা
প্রাণ খুলে হাসতে মানা
না, না, এসব আমার ভুল নয়;
তোমাদের স্বেচ্ছাচারিতার দাপটে
এসব বলাও মানা।তবুও বলছি-আমি বন্দি হয়ে
কথাগুলো ভাসছে বাতাস হয়ে
হাসছে বাতাস পাগল বলে
লাগছে আমার দুই কানে শব্দ হয়ে।