বৃহস্পতিবার (২৫ জুলাই) মালদ্বীপের হাইকোর্ট, স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশী অভিবাসী শ্রমিক, শা আলম মিয়া (সেলিম) (২৯) এর মৃত্যুদণ্ড কার্যকর করার ফৌজদারি আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে।
ধানগেঠি আইল্যান্ডে .স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবুবকর (৫৭) নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পরে, (১৪ অক্টোবর,) ২০২১ বিকেলে ধানগেঠিতে একটি পরিত্যক্ত বাড়িতে জলের কূপে খুন করে ফেলে দেওয়া হয়েছিল মাহমুদকে।
নির্মমভাবে খুন হওয়া স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবুবাকারকে হত্যার কথা স্বীকার করার পর বাংলাদেশি শা আলম মিয়া (সেলিম) ফৌজদারি আদালতের দেওয়া মৃত্যুদণ্ড আজ হাইকোর্ট বহাল রেখেছে।
সেলিমের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হত্যা ও মৃতদেহ অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
সেলিম উভয় অভিযোগেই দোষ স্বীকার করেছেন। আজকের শুনানিতে বিচারক বলেন, তিনি চারবার দোষ স্বীকার করেছেন।
ফৌজদারি আদালতের মৃত্যুদণ্ডের বৈধতা নিশ্চিত করতে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।
ছুরি ও দুটি ধারালো লোহার বার দিয়ে বুকে ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয় মাহমুদকে। মাহমুদের লাশ বস্তায় ভরে একটি কূপে ফেলে দেওয়া হয়। , সেলিম এর আগে স্বীকার করেছিলো যে সে টাকার লোভে এটা করেছে। ,মাহমুদ এর পরিবার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে চায় ।
মামলার পরবর্তী শুনানি হবে দ্রুত বিচার আইনে । আগামীকাল সকাল সাড়ে ৯টায়।