সুন্দর ব্যবহার উত্তম আমল 

সুন্দর ব্যবহার, ভালো আচরণের মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করে, যা অনেক নফল ইবাদতের চেয়েও উত্তম ইবাদত। তাই আমরা দেখি, প্রত্যেক নেক্কার মানুষই ইবাদতের পাশাপাশি সুন্দর ব্যবহার, মানুষের সঙ্গে ভালো আচরণকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সুন্দর ব্যবহার ও আচার-আচরণ বলতে আমরা বুঝি কারও সঙ্গে ভালোভাবে সুন্দর করে কথা বলা।

দেখা হলে সালাম দেওয়া। কুশলাদি জিজ্ঞেস করা। কর্কশ ভাষায় কথা না বলা। ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত না হওয়া।

ধমক বা রাগের সুরে কথা না বলা। পরনিন্দা না করা। কাউকে অপমান-অপদস্ত না করা। উচ্চ আওয়াজে কথা না বলা।

গম্ভীর মুখে কথা না বলা। সর্বদা হাসিমুখে কথা বলা। অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া। এ ছাড়া কারও বিপদ-আপদে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করাও সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। মানুষের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়ে আল্লাহতায়ালা বলছেন, ‘আর ইবাদত কর আল্লাহর, শরিক কর না তাঁর সঙ্গে অন্য কাউকে। পিতা-মাতার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্মীয়, এতিম-মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর সঙ্গেও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক-গর্বিতজনকে। (সূরা নিসা, আয়াত : ৩৬)।

 প্রিয় রাসুল (সা.) বলেছেন, ‘কোমলতা যেখানেই থাকবে সেটাই হবে সৌন্দর্যমণ্ডিত। আর যেখান থেকেই তা উঠিয়ে নেওয়া হবে, সেটাই হবে দোষযুক্ত। (সহিহ মুসলিম। ) হুজুরপাক (সা.) আরও বলেছেন, ‘যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন কর। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান কর। আর যে তোমার ওপর জুলুম করে তুমি তাকে ক্ষমা কর। (মুসনাদে আহমদ। ) আরেকটি হাদিসে নূরনবীজী (সা.) বলেছেন, ‘তোমরা দোজখের আগুন থেকে বেঁচে থাক, একটি খেজুর দিয়ে হলেও। যদি তা না পাও, তাহলে মধুর ভাষা ও সুন্দর ব্যবহারের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। ’ (বুখারি)।

উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে নূরনবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সে ওই ব্যক্তির চেয়ে বেশি মর্যাদায় পৌঁছে যায়, যে রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে এবং দিনে রোজা রাখে। ’ (মুসনাদে আহমাদ। ) হাসিমুখে মানুষের সঙ্গে কথা বলাও সুন্দর ব্যবহারের অন্তর্ভুক্ত। কেউ যদি কারও সঙ্গে হাসিমুখে কথা বলে সেও উত্তম ব্যবহারের ফজিলত অর্জন করবে। আল্লাহর হাবিব (সা.) বলেছেন, ‘কেউ যদি এই নিয়তে তার ভাইয়ের সঙ্গে হাসিমুখে কথা বলে যে, আমার হাসিমুখ দেখে আমার ভাইয়ের মুখেও হাসি ফুটবে, এর বিনিময়ে কেয়ামতের কঠিন দিন আল্লাহতায়ালা তাকে খুশি করবেন। (মুসনাদে আহমাদ। ) 

মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করা ভালো চরিত্রের পরিচয় নয়। তাই কেউ যেন কারও সঙ্গে ঝগড়া না করে সে উপদেশ দিয়ে নবীজী (সা.) বলেছেন, ‘আমার কোনো উম্মত যদি হকের ওপর থেকেও শুধু ঝগড়ায় থেকে বাঁচার জন্য নীরব থাকে, আমি নবী তার জন্য জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি। কেউ যদি ঠাট্টাচ্ছলেও মিথ্যা বলা থেকে বেঁচে থাকে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ির গ্যারান্টি দিচ্ছি। ’ (আবু দাউদ)।

সুন্দর ব্যবহারের ফজিলত শুধু আখেরাতে নয় দুনিয়াতেও রয়েছে। রসুল (সা.) বলেছেন, ‘খুব অবাক ব্যাপার হলো, মানুষ অর্থ দিয়ে গোলাম কিনে আজাদ করে সওয়াব অর্জন করছে। কিন্তু সুন্দর ব্যবহার দিয়ে মুক্ত মানুষগুলোকে কিনতে পারছে না। সওয়াবও অর্জন করছে না। অথচ প্রথমটি থেকে দ্বিতীয়টি বেশি সহজ। ’ (জামে সগির। ) রসুল (সা.) বলেছেন, ‘পরিপূর্ণ মোমিন সে ব্যক্তি, যার আচরণ সবচেয়ে ভালো। যে তার পরিবার-পরিজনদের সঙ্গে নরম আচরণ করে, সেই আল্লাহর কাছে প্রিয় বান্দা। ’ (তিরমিজি)। 

সবার সাথে সব সময় সুন্দর করে ভাল ও উত্তম পন্থায় কথা বলার পথ ও পন্থা অবলম্বন করার তাওফিক দান করুক, আমিন।

লেখক : গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও চেয়ারম্যান, গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

People attain nearness to Allah Ta’ala through good manners and good behavior, which is a better worship than many useless worships. Therefore, we see that every noble person has attached great importance to good manners and good behavior with people in addition to worship. By good manners and manners we mean talking to someone nicely.

Greeting when seen. Ask for a favor. Do not speak harsh language. Do not indulge in quarrels.

Do not speak in a threatening or angry tone. do not blaspheme. Do not insult anyone. Do not speak loudly.

Don’t speak seriously. Always talk with a smile. To be happy at the happiness of others and to be sad at the sorrows of others. Apart from this, expressing sympathy and compassion in someone’s distress is also part of good behavior. By ordering to treat people well, Allah Ta’ala says, ‘And worship Allah, do not associate others with Him. Treat parents honestly and kindly and also with near relatives, orphans, poor, neighbors, helpless travelers and your own slaves. Surely Allah does not like the arrogant. (Surah Nisa, verse: 36).

Beloved Rasool (PBUH) said, ‘Wherever there is tenderness, it will be beautiful. And from wheresoever it shall be lifted, that shall be guilty. (Sahih Muslim. ) Huzurpak (S.A.) also said, ‘Whoever breaks ties with you, establish ties with him. Give to the one who deprives you. And forgive him who wrongs you. (Musnad Ahmad. ) In another hadith Noornabiji (PBUH) said, ‘Save yourself from the fire of hell, even with a date. If you don’t get it, then save the hell in exchange for sweet language and beautiful usage. (Bukhari).

Regarding the virtues of good character, Noorani (PBUH) said, ‘A person who treats people well reaches a higher status than a person who stands up at night and recites Tahajjud and fasts during the day. ‘ (Musnad Ahmad. ) Talking to people with a smile is also included in good manners. If one talks to anyone with a smile he will also acquire the virtue of good manners. Allah’s Habib (PBUH) said, ‘If someone speaks with a smile to his brother with the intention that my brother will also smile when he sees my smile, then Allah will make him happy on the Day of Resurrection. (Musnad Ahmad.)

Arguing with people is not a sign of good character. Therefore, the Prophet (PBUH) advised that no one should quarrel with anyone and said, ‘If any of my ummah remains silent just to avoid quarrels out of right, I, the Prophet, guarantee him a house in Paradise. I guarantee a house in the highest place of Paradise for anyone who survives from lying even in jest. (Abu Dawud).

The virtue of good use is not only in the hereafter but also in this world. Rasool (PBUH) said, ‘It is very surprising that people are getting reward by buying slaves with money and freeing them. But good manners cannot buy free people. Not even earning rewards. But the second is easier than the first. ‘ (Jame Saghir. ) Rasul (pbuh) said, ‘The perfect believer is the one whose behavior is the best. He who behaves gently with his family members is a beloved servant to Allah. ‘ (Tirmidhi).

May God bless you with the way and manner of talking to everyone in a nice and good way, Ameen.

Author: Gazi Muhammad Jahangir Alam Jabir, Religious and Socially Conscious Writer, Presenter of Religious Programs and Chairman, Gauchia Islamic Mission, Comilla.