বাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জামসেদুল আলম এর সহধর্মিণীর জানাজার নামাজ শেষে দাফন সম্পুর্ণ হয়েছে।
বুড়িচংয়ের কালিকাপুর পশ্চিম পাড়া, (চেয়ারম্যান বাড়ি ) বাকশিমুল ইউনিয়ন পরিষদদের সাবেক চেয়ারম্যান মোঃ জামসেদুল আলম এর সহধর্মিণী।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত একটা ত্রিশ মিনিটের সময় কুমিল্লায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।[ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
মরহুমার জানাজার নামাজ সোমবার দুপুর ২ঃ৩০ মিনিটের সময় কালিকাপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন,এলাকার মুসল্লী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ম-প্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী,১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনরাহী রেখে গেছেন। জানাযার নামাজ শেষ হওয়ার পর তাঁকে চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।