চলমান ‘বেদনাদায়ক’ সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে:জাতিসংঘের ফলকার তুর্ক
বাংলাদেশে চলমান ‘বেদনাদায়ক’ সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার তুর্ক।
রবিবার রাতে প্রকাশিত বিবৃতিতে মি. তুর্ক জানিয়েছেন, “আগামীকাল (সোমবার) ঢাকার উদ্দেশ্যে বড় ধরনের পদযাত্রার পরিকল্পনা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের আহ্বানের প্রেক্ষিতে আমি গভীরভাবে শঙ্কিত যে আরো প্রাণহানি ও ধ্বংস হবে।”
“আমি জরুরিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান করতে চাই যেন তারা মানুষের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তা যেন নিশ্চিত করতে পারে।”
সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করা, ঢালাওভাবে আটককৃতদের মুক্তি দেয়া, পূর্ণ ইন্টারনেট সেবা চালু করা ও অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করার পরিবেশ তৈরি করার প্রতি জোর দিয়েছেন মি. তুর্ক।
সহিংসতায় উস্কানি দিয়ে ও অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণের অসন্তোষ দমনের ধারাবাহিক প্রচেষ্টা অতিসত্বর বন্ধ করতে হবে বলেও উঠে আসে মি. তুর্কের বিবৃতিতে
বিবিসি বাংলা।