শপথ করে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন প্রত্যাহার করার আহ্বান,

বিরোধী দল পিপিএম-পিএনসি-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী ড. মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপ থেকে ভারতকে সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট,ডক্টর মোহাম্মদ মুইজ

গতকাল শপথ গ্রহণের পরদিন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ আনুষ্ঠানিকভাবে এই দ্বীপ দেশ মালদ্বীপ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

(শনিবার ১৮ নভেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

শনিবার নিজ কার্যালয়ে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী রিজিজুর সঙ্গে বৈঠকে করেছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। বৈঠক শেষে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারতীয় ওই মন্ত্রী শুক্রবার মুইজ এর শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় সৈন্য প্রত্যাহার করে ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেও নয়াদিল্লি নীরব রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সর্বোচ্চ নীতি নির্ধারকদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।