
খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামুল্যে ২ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে রামগড় কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃরাশেদ চৌধুরীর সঞ্চালনা ও কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃলুৎফর করিম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এক ইঞ্চি জমি ও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, তিনি উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।