যতোদিন বাংলাদেশে থাকবে ৭ নভেম্বর মনে রাখবে জনগণ : হাজী ইয়াছিন

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে আলোচনা সভার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন,যতোদিন বাংলাদেশে থাকবে ততোদিন ৭ নভেম্বর মনে রাখবেন মানুষ

৭ নভেম্বর জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কিন্তু গত সরকার এই ৭ নভেম্বর পারলে ক্যালেন্ডার কেটে দেয়ার চেষ্টায় ছিল।

এই ছিল তাদের মানসিক অবস্থা। তারা জানে এই ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের সত্যিকারের ইতিহাস যদি মানুষের সামনে উঠে আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। যার কারণে তারা ৭ নভেম্বর নিয়ে আলোচনা করতে রাজি ছিল না। শুধু তাই নয় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরো যাদেরকে নিয়ে এই স্বাধীনতা যুদ্ধে কঠিন ভূমিকা রেখেছিল, অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছিল সেই লোকগুলোর নামও তারা মুছে ফেলে দিয়ে একমাত্র তারা তৈরি করতে চেয়ে ছিল স্বাধীনতার চেতনা