
মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপের রাজধানীতে মালে বিড়ালের মাংসযুক্ত খাবার তৈরি ও বিক্রি করার অভিযোগে এক বিদেশির বিরুদ্ধে ‘নোটিশ টু পিয়ার’ জারি করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। মালদ্বীপ ইমিগ্রেশন এর তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী আরাফাত হোসেন একজন বাংলাদেশি নাগরিক।আরাফাতের অবস্থান সম্পর্কে জানলে ইমিগ্রেশনের ৯১৯৯০১৭ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।
আরাফাতকে আগামী পাঁচদিনের মধ্যে মালদ্বীপ ইমিগ্রেশনে অফিস সময় সকাল ৮ থেকে বিকাল ৪টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালদ্বীপে বিড়ালদের কল্যাণে কাজ করা এনজিও ফেলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনও এক্সে,সাবেক (টুইটারে) একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আরাফাত অবৈধভাবে মালদ্বীপের ভালহোমাস মার্কেটে কাজ করেন। সংস্থাটি জানিয়ে আরাফাত বিড়ালের মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন।
আজ ২০ আগস্ট সকাল ১১ টায় সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আশরাফ হোসেনকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন।