মালয়েশিয়ায় উজ্জ্বলের আত্মহত্যা, গ্রামে ফিরল লাশ

অবশেষে আইনি প্রক্রিয়া শেষে ১৭ দিন পর গ্রামে ফিরেছে পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁ’স দিয়ে আত্ম*হত্যা করা মেহেরপুরের গাংনী উপজেলার মালয়েশিয়া প্রবাসী যুবক উজ্জ্বল হোসেনের মরদেহ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার জুগিন্দা গ্রামে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। সোমবার (৬ জানুয়ারি) সকালের দিকে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ঢাকা-গামী একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মর’দেহ পৌঁছায়। সকল কার্যক্রম শেষে উজ্জ্বল হোসেনের পরিবারের কাছে মরদেহের কফিনটি হস্তান্তর করা হয়।

 

এর আগে গত ২০ ডিসেম্বর ২০২৪ সালে পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁ’স দিয়ে আত্ম*হত্যা করেন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল হোসেন। নিহত উজ্জ্বল হোসেন জুগিন্দা গ্রামের শাহারুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় দেড় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান উজ্জ্বল। মালয়েশিয়ায় যাওয়ার পর ঠিক মত কাজ না পাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে কোনমতে একটি কোম্পানিতে কাজের সন্ধান পেলেও সেখানে অনেক কঠিক কাজ করা সত্বেও ঠিক মত বেতন না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর মধ্যে বেশ কয়েক বার দেশে ফিরে আসার কথাও জানান উজ্জ্বল। কিন্তু তার পরিবার তাতে সায় দেয়নি।

 

আর একারনে তীব্র ক্ষোভ আর অভিমানে অবশেষে উজ্জ্বল আত্ম*হত্যার পথ বেঁচে নেয় বলে জানা গেছে। উজ্জ্বলের বন্ধুরা কাজ শেষে ঘরে ফিরে উজ্জ্বলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। অবশেষে মালয়েশিয়াতে থাকা আত্মীয় ও বন্ধুদের সার্বিক সহযোগিতায় তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।

 

 

এএনবি২৪ ডট নেট /