মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলি ইহসান বুধবার (২৪ জুলাই) বলেছেন যে বিদেশিরা যারা বাংলাদেশের কোটা আন্দোলন ইস্যুতে বিক্ষোভ করছে তাদের গ্রেপ্তার করে মালদ্বীপ থেকে নির্বাসিত করা হবে।
মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা গত শুক্রবার বিক্ষোভ করেন।
স্থানীয় গণমাধ্যম মিহারুতে এক প্রতিবেদনে উল্লেখ করে মন্ত্রী ইহসান বলেন, থীনাধুতে বিক্ষোভের সঙ্গে জড়িত বাংলাদেশিদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে ।
মন্ত্রী ইহসান আরো বলেন”বিদেশীরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকান্ড করতে পারে না। এটা ভিসা আইনের লঙ্ঘন।”