বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ছয় থেকে সাতজন এসে ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করছে। এরপর দীপ্ত টিভির প্রকৌশলী তানজিলের মোবাইল কেড়ে নিয়ে তাকে মারতে মারতে টেনেহিঁচড়ে ফ্ল্যাটের সামনে থেকে নিয়ে যাওয়া হয়। এসময় দরজা কাটার জন্য ব্যবহার করা হয় বৈদ্যুতিক কাটার মেশিন।রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে একটি ফ্ল্যাট দখল করতে গিয়ে ২০ থেকে ২৫ জন তাকে পিটিয়ে হত্যা করে।
স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট দখলের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন উপপরিচালক ও ভবন নির্মাণ কোম্পানির মালিকের লোকজন এ হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর মহানগর প্রজেক্টের চার নাম্বার সড়কের তিনটি প্লট নিয়ে নির্মাণ করা হয়েছে ওই ভবন। জমির মালিক ও ভবন নির্মাণ কোম্পানির সাথে ফ্ল্যাট ভাগাভাগি আগেই চূড়ান্ত হয়েছে।
জমির মালিকের অভিযোগ, সাত তলার একটি ফ্ল্যাটের মালিক হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামুন। তার পাশের ফ্ল্যাটের মালিক জমির মালিক নিজেই। সেই ফ্ল্যাট দখলের জন্য বৃহস্পতিবার সকালে মামুন ও ভবন নির্মাণ কোম্পানি প্লেজেন্ট প্রপার্টিসের মালিক বিএনপি নেতা শেখ বরিউল আলমের লোকজন হামলা চালায়। এতে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তানজিল বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে সম্প্রচার প্রকৌশলী হিসেবে কাজ করতেন।
ফ্ল্যাট দখলের বিষয়ে হাতিরঝিল থানায় কয়েকদফা লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পাবার অভিযোগ নিহতের স্বজনদের। তবে পুলিশ বলছে, খবর পাওয়ার মাত্র ঘটনাস্থলে টিম পাঠানো হয়। ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কয়েকজন ব্যক্তি তামিমের বুকে ঘুষি মারলে তার মৃত্যু হয়। জমির মালিক ও আবাসন কোম্পানির মধ্যে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবাসন কোম্পানির প্রকৌশলীসহ তিনজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে প্লেজেন্ট প্রপার্টিসের মালিক রবিউল আলম দাবি করেন এই ঘটনায় তার লোকজন জড়িত নয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামুন এর আগেও ডিবি হারুনের শ্বশুরের সাথে সখ্যতা গড়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। ক্ষমতার পালা বদলে এখন তিনি বিএনপি নেতা রবিউলের ক্ষমতা ব্যবহার করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।