বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে সরকারের ঘোষণা করা তিনদিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। এই সময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার পর্যন্ত এই বিশেষ ছুটি থাকবে। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য কারফিউও বহাল থাকবে।
রোববার দুপুর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সেবা বন্ধ রয়েছে।
অন্যদিকে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকায় লংমার্চ করার কথা রয়েছে।
রোববারের সহিংসতায় সারা দেশে অন্তত ৮৩ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অনেক মানুষ। বিবিসি বাংলা