গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।
বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানব জমিন পত্রিকার বুড়িচং প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো. মোসলেহ উদ্দিন এর মাতা হেলেনা বেগম (৯০) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার রাত ১০.৪৫ মিনিটে তার নিজ বাড়ী বুড়িচং উপজেলার ভরাসার মুহুরী বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার যোহর বাদ ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে অংশগ্রহন করেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপেজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, মোঃ সাফি, আবদুল্লাহসহ আরো অনেকে।