বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম।
এসময় উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি , সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির সহ কালিকাপুর গ্রামের কয়েকজন প্রবাসী, ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাস্টম কর্মকর্তা মোঃ মেহেদী হাসান দুলাল, রাকিবুল হাসান আপেল , ব্যবসায়ী সাইদুর রহমান মিন্টু , প্রবাসী মাহমুদুল হাসান কালাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম হৃদয়, প্রবাসী শওকত হোসেন ইমন, ব্যবসায়ী মোঃ জামাল হোসেন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষাথী আবু রায়হান ও মোঃ রাব্বানী।
এসময় ওসি আবুল হাসানাত খন্দকার বুড়িচং উপজেলার সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, যেকোনো সমস্যায় আইনি সহায়তা পেতে বুড়িচং বাসী আপনারা আমার কাছে আসুন, সরাসরি কথা বলুন, আমি সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি, ইনশাল্লাহ ।
ওসি হিসেবে বুড়িচং থানায় আবুল হাসানাত খন্দকার গত ৩১ জুলাই ২০২৩ যোগদান করেন।তিনি ঝালকাঠি (বরিশাল ) জেলার নলছিটির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।
বুড়িচংয়ের আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি এ সময় সকলের সহযোগিতা কামনা করেন। থানাকে দালাল মুক্ত করতে হলে ভাল মানুষদের থানায় আসা দরকার। কারণ,ভাল মানুষগুলো থানায় আসা যাওয়া করলে মাদক, চোরাকারবারীদের চিহ্নিত করতে সুবিধা হবে এবং দালাল মুক্ত থানা থাকবে।
প্রায় ঘন্টা খানেক সৌহার্দ্য পূর্ণ পরিবেশে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
উল্লেখ্য , সাংবাদিক মাহামুদুল হাসান সম্প্রতি চিকিৎসার জন্য ১৫ দিনের ছুটিতে প্রবাস থেকে দেশে আসেন । তিনি, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃতি সন্তান । সাংবাদিকতা ছাড়াও তিনি দেশ ও প্রবাসে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।