বুড়িচংয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে পুকুরের পানিতে সাঁতার শিখতে নেমে ডুবে মোহাম্মদ হৃদয় হাসান নামে মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার ময়নামতি ইউনিয়নস্থ কিংবাজেহুড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,মোহাম্মদ হৃদয় হাসান বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে কিংবাজেহুড়া গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত মোহাম্মদ হৃদয় হাসান কিংবাজেহুড়া গ্রামের আব্দুল হকের এক মাত্র পুত্র সন্তান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন নানুয়ার বাজার সুন্নিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন রিপন।সে আরো জানায়,আমি হৃদয় হাসানকে অনেক স্নেহ করতাম। গত ২৫ এপ্রিল বিকেলে বাড়ির পাশের পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়ার খবর শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। নিহত হৃদয় হাসান কিংবাজেহুড়া গ্রামের আব্দুল হকের এক মাত্র সন্তান । সে ২০২১ সালে বুড়িচং উপজেলার নানুয়ার বাজার সুন্নিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন এবং ২০২৩ সালে আলিম পাস করেন। সে একজন মেধাবী ছাত্র ছিল। হৃদয় হাসানের লাশ বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে সময় জানাযা শেষে কিংবাজেহুড়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।