বুড়িচং, কুমিল্লা।।
সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দেশ ত্যাগের খবরে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টির দোকানগুলোতে ভিড় বেড়ে গেছে। অনেকে মিষ্টি কিনে আশপাশের লোকজনকে খাওয়াচ্ছেন।
সরজমিনে দেখা গেছে, উপজেলা সদরে,ভরাসার, শংকুচাইল,ছয়গ্ৰাম, কালিকাপুর, ফকির বাজার,কংশনগর এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন মিষ্টি দোকানে উপচে পড়া ভীড়। মিষ্টি কিনে সেইগুলো বিভিন্ন মানুষের মধ্যে বিতরণ করছেন। আবার অনেকে মিষ্টি না পেয়ে ফেরত আসছেন। এদিকে বিকেল ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা।