বুড়িচং, কুমিল্লা।। “মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১ অক্টোবর (মঙ্গলবার) বিকালে বুড়িচং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহাম্মেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, আলোর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আশিষ সাহা, পিপলস ডেভেলপমেন্ট সেন্টার নির্বাহী পরিচালক হাজী মীর কাশেম । এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, আবদুর রব মেম্বার, মোঃ জহিরুল হক, মোঃ কামাল হোসেন, আবুল হোসেন বিএসসি প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়।

 

anb24.net/গাজী জাহাঙ্গীর আলম জাবির