বুড়িচংয়ের আনন্দপুরে ঘোড়া প্রতীকের সমর্থনে পথসভা ও মাজার জিয়ারত 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।

বৈরী আবহাওয়া অপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এর ঘোড়া প্রতীকের কয়েক’শ নেতা-কর্মী, সমর্থক গতকাল ২৬ মে, রবিবার রাত ৮ টায় বুড়িচং উপজেলাধীন আনন্দপুরস্থ হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম রহ: এর মাজার জিয়ারত, ঘোড়া প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া  ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ   কালিকাপুরে  টেলিফোন প্রতীকের নির্বাচনী সভা ও গণসংযোগ 

পরে মাজার – মসজিদ প্রাঙ্গণে ঘোড়া প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ মাহমুদ সহিদ, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ, সদর আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মোজাম্মেল হক, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম, বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ জালাল উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ সমাজ সেবক হাজী মোঃ আমজাদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের তোতা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন, স্পেন প্রবাসী তরুণ সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম, আলী মিয়া,মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান আখন্দ, কাইয়ুম চৌধুরী, মেহেদী হাসান, আবুল হোসেন বাচ্চু,আলী আশরাফ, আলমগীর হোসেন, মোঃ সোহেল, মামুন মিয়া, রাসেল, সুমন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকসহ কয়েকশ’ সাধারণ জনগণ।

বক্তারা, সন্ত্রাস ,মাদক ও চাঁদাবাজ মুক্ত  এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনে আগামী ২৯ তারিখ  প্রত্যেক ভোটারকে  নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার  এবং ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।