বিজয়ের পতাকা, কবিতা

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির৷।
বিজয়ের পতাকা উড়ছে
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
পতপত ফরফর শব্দে বিজয়ের পতাকা
বাংলার আকাশে উড়ছে,
বাংলার দামাল ছেলেরা বিজয় ছিনিয়ে আনছে।
সব পাঠশালার বন্ধ তালাগুলো খুলে
শিক্ষকগণ পুনরায় পাঠদান করছে,
শিক্ষার্থীরা নব উদ্যমে শ্রেণিকক্ষে মন ভরে  বই খুলে পড়ছে।
জারি সারি গান গেয়ে কৃষক ফসল ঘরে তুলছে  জেলেরা নৌকাতে দুলে দুলে ভাটিয়ালি গান গাইছে ,
জাল দিয়ে জেলেরা সাগরে নানা মাছ ধরছে।
পরাজয়ের গ্লানি নিয়ে শত্রু সেনারা বাংলা ছাড়ছে
বাংলার গর্ব ত্রিশ লক্ষ মা-বোনের আত্মচিৎকার ধামছে,
বাংলা মায়ের  বুকজুড়ে পতপত ফরফর বিজয় পতাকা উড়ছে।
বুড়িচং, কুমিল্লা।