
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ (শুক্রবার) দুপুর ২টা ২০ মিনিটে গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।
ডিবি প্রধান বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখে পল্টন থানায় যে মামলাটি হয়েছে বিস্ফোরক আইনে, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে আমরা কোর্টে প্রেরণ করব।’
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘পুলিশের উপরে বর্বরোচিত যে হামলা হয়েছে, ককটেল নিক্ষেপ করেছেন এবং অনেক জানমালের ক্ষতি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে। তাদের অপরাধ হলো, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করেছি।’
বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেখছি। আর কেউ যদি এমন অপরাধ করেন, তারা আমাদের নজরদারিতে থাকবেন, তাদের বিষয়েও আমরা ব্যবস্থা নেব।’এর আগে ফখরুল ও আব্বাসকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি।
অন্যদিকে শুক্রবার ভোরে রাজধানীর উত্তরা বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা।
আরো পড়ুনঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গভীর রাতে আটকের অভিযোগ
তিনি বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে বৃহস্পতিবার রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছেন। শরীরটা তার ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। পরে ওরা (ডিবি) এলে কিছু ওষুধপত্র নিয়ে চলে যান।’