হামাস ইসরায়েলে হামলা চালানো শুরুর পর ইনবার হায়মান নামে এক তরুণীকে বন্দি করে হামাস। ইনবার হায়মান ইসরায়েলের হাইফা অঞ্চলে চিত্রকলার শিক্ষার্থী। তিনি সুপারনোভা মিউজিক ফেস্টিভালে ভলান্টিয়ারের কাজ করছিলেন। গত ৭ অক্টোবর তাকে অপহরণ করা হয়।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েলে যখন হামলা শুরু হয়, তখন ফেস্টিভালে আসা মানুষজন হতবাক হয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করে। এ সময় ২৭ বছর বয়সী ইনবারও ছুটতে শুরু করেন। তবে তিনি হামাসের হাতে ধরা খান। তখন তার সঙ্গে থাকা দুই সঙ্গী পালাতে সক্ষম হন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইনবারকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে দুজন হামাস সদস্য। তখন থেকে তার প্রেমিক নোয়াম আলন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য ধর্না দিচ্ছেন।
দ্য মেসেঞ্জারকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দুই সন্ত্রাসী তাকে মোটরসাইকেলে তুলে গাজায় নিয়ে গেছে। আমি তাদের শুধু এটাই বলতে চাই যেন তাদের দয়া হয় এবং তাকে বাঁচিয়ে রাখা হয়। আমি সন্ত্রাসীদের কাছে খুব বেশি কিছু আশা করছি না। তবে তাকে যেন প্রয়োজনীয় খাবার ওষুধ দেওয়া হয় এটাই আমার প্রার্থনা।’
নোয়াম বলেন, ‘তিনি ইসরায়েলি ও যুক্তরাজ্য সরকারকে বন্দিদের ফিরে পেতে যা কিছু করা দরকার তা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।’
২৪ বছর বয়সী আলন বলেন, ‘আমি মন থেকে বিশ্বাস করি সে আমাদের ভেতর ফিরে আসবে। কিন্তু আমাদের এ জন্য করণীয় সবকিছু করতে হবে। আলন আরও জানান, ইনবারের শিল্পী বন্ধুরা তার মুক্তির জন্য বিভিন্ন রাস্তাঘাটে শিল্পকর্ম আঁকিয়েছে।’
মিউজিক ফেস্টিভালে অন্তত ২৬০ জনকে হত্যা করা হয়। বিভিন্ন ভিডিওতে ফেস্টিভালে যাওয়া মানুষজনকে জীবনভিক্ষা করতে দেখা যায়। এ সময় তাদের মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়।