রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিবাদমান ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই হতে পারত “সবচেয়ে নির্ভরযোগ্য” সমাধান। কেবল লড়াইয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না।
সোমবার (৯ অক্টোবর) আরব লিগ প্রধান আহমেদ আবোউল ঘেইতের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ল্যাভরভ। শনিবার ইসরায়েলে হামাসের ব্যাপক হামলা শুরুর পর রাশিয়া সফরে যান ঘেইত।
ল্যাভরভ বলেন, “ইসরায়েলের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র…এটিই হতে পারে সমাধান (ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের)। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেই কেবল নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, এমন কথা যারা মনে করে আমরা তাদের সঙ্গে একমত নই।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু এবং প্রতিশোধ হিসেবে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন।”
ল্যাভরভ বলেন, প্রায় ২০ মাস ধরে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে শামিল রাশিয়া ইসরায়েল ইস্যুতে পশ্চিমাদের নীতি নিয়ে দারুণ সন্দিহান।
পশ্চিমাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তারা (পশ্চিমারা) বলে অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া উচিত যাতে ইসরায়েল সহজে সন্ত্রাসীদের নির্মূল করতে পারে। কিন্তু এমনটা আগে হয়েছে, লাভ হয়নি। তারা কি দ্বন্দ্বের গোড়া নিয়ে কখনো কথা বলেছে?”
ফিলিস্তিনের সমস্যা দীর্ঘদিন জিইয়ে রাখা অনুচিত বলে মত দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।